জাভা মাস্টার কোর্স : পর্ব -২
আপনারা অনেকেই জানেন আমরা আমাদের গ্রুপ থেকে ফ্রি জাভা এবং এন্ড্রয়েড ডেভেলপমেন্ট কোর্স টি শুরু করেছি ।
আপনি আমাদের প্রথম পর্বটি মিস করে থাকলে এখান থেকে দেখে নিতে পারেন
আজকে আমাদের ২য় Tutorial এবং আজকে আমরা আমাদের দ্বিতীয় Tutorial টা দিচ্ছি
আজকে আমরা শিখবো
১) Variable কি ও এর ব্যবহার।
২) বিভিন্ন ধরনের Data type, তাদের ব্যবহার ও ডিক্লেয়ার করার উপায়।
Variable কি ?
Variable কে আমরা আমরা এক তা বক্স এর সাথে কল্পনা করতে পারি যাতে আমরা অনেক ধরনের Data রাখতে পারি এর ভিতরে ও প্রকার রয়েছে যার বিস্তারিত আমরা ভিডিও তে আলোচনা করেছি
বিভিন্ন ধরনের Data type, তাদের ব্যবহার
Data type কিন্তু Variable এর সাথে ওতপ্রোত ভাবে জড়িত এর আগে আমরা জেনেছিVariable কে আমরা আমরা এক তা বক্স এর সাথে কল্পনা করতে পারি কিন্তু পৃথিবীর সব বক্স কি একি রকম দেখতে ? নাহ আলাদা আলাদা Data type এর ব্যাপার তা ও ঐ রকমই Variable কে যত প্রকার ভাগে ভাগ করতে পারি তাই হল Data type বিস্তারিত আমরা ভিডিও তে আলোচনা করেছি
আমরা যে স্যাম্পল প্রোগ্রামটা বানাবো তা সবাই বানিয়ে বানিয়ে group এ পোস্ট করবো এবং এই স্যাম্পল প্রোগ্রামটা বানাতে গিয়ে আরা কোন সমস্যায় পরি , বা কোন কিছু আমাদের বুজতে সমস্যা হয় তাহলে আমরা ২ ঘণ্টা পরবর্তীতে যে পোস্ট টা করবো তাতে আপনার প্রশ্ন করবেন আমরা উত্তর দিবো এবং আপনাদের আগামী (সময়) ভিতর নিজের লিখা Java code এ স্যাম্পল প্রোগ্রামটা পোস্ট করতে হবে group এ এবং দয়া করে কেউ copy-paste করবেন না নিজে শিখুন