জাভা মাস্টার কোর্স : পর্ব -৩
আপনারা অনেকেই জানেন আমরা আমাদের গ্রুপ থেকে ফ্রি জাভা এবং এন্ড্রয়েড ডেভেলপমেন্ট কোর্স টি শুরু করেছি ।
আপনি আমাদের প্রথম পর্বটি মিস করে থাকলে এখান থেকে দেখে নিতে পারেন
আজকে আমাদের ৩য় Tutorial এবং আজকে আমরা আমাদের তৃতীয় Tutorial টা দিচ্ছি
আজকে আমরা শিখবো basic operator কি ? জাভাতে operator মানে হচ্ছে আমাদের কাজ করতে গেলে জাভাকে দিয়ে অনেক সময় যোগ বিয়োগ গুন ভাগ করাতে হয় এই যোগ বিয়োগ গুন ভাগ করা কেই জাভাতে operator বলে বিস্তারিত আমরা ভিডিও তে দেখবো আজকে আমরা সব না শিখলে ও আজকে আমরা এই সব ব্যাপার এ ধারনা নিয়ে শিখবো,তারপর আমরা ধাপে ধাপে আমরা সব শিখবো আপনাদের আগামী (সময়) ভিতর নিজের লিখা Java code এ স্যাম্পল প্রোগ্রামটা পোস্ট করতে হবে group এ এবং দয়া করে কেউ copy-paste করবেন না নিজে শিখুন