জাভা মাস্টার কোর্স : পর্ব -৪
আপনারা অনেকেই জানেন আমরা আমাদের গ্রুপ থেকে ফ্রি জাভা এবং এন্ড্রয়েড ডেভেলপমেন্ট কোর্স টি শুরু করেছি ।
আপনি আমাদের প্রথম পর্বটি মিস করে থাকলে এখান থেকে দেখে নিতে পারেন
আজকে আমাদের ৪র্থ Tutorial এবং আজকে আমরা আমাদের ৪র্থ Tutorial টা দিচ্ছি
আজকে আমরা শিখবো Array কি ? Arrayকে আমরা একটাকে খোপ খোপ আকারে চিন্তা করতে পারি কবুতরের একেক খোপে যেমন একেকটা খোপ থাকে এবং তাতে আলাদা আলাদা কবুতর থাকে Array টা ও ঠিক এই রকমই বাকি টা আমরা ভিডিও তে বিস্তারিত দেখবো আমরা যে স্যাম্পল প্রোগ্রামটা বানাবো তা সবাই বানিয়ে বানিয়ে group এ পোস্ট করবো এবং এই স্যাম্পল প্রোগ্রামটা বানাতে গিয়ে আরা কোন সমস্যায় পরি , বা কোন কিছু আমাদের বুজতে সমস্যা হয় তাহলে আমরা ২ ঘণ্টা পরবর্তীতে যে পোস্ট টা করবো তাতে আপনার প্রশ্ন করবেন আমরা উত্তর দিবো এবং আপনাদের আগামী (সময়) ভিতর নিজের লিখা Java code এ স্যাম্পল প্রোগ্রামটা পোস্ট করতে হবে group এ এবং দয়া করে কেউ copy-paste করবেন না নিজে শিখুন আগে ।