7

জাভা মাস্টার কোর্স : পর্ব -১

Android Marketers Of Bangladesh গ্রুপের পক্ষ থেকে সবাকে স্বাগতম জানাচ্ছি 

আপনারা অনেকেই জানেন আমরা আমাদের গ্রুপ থেকে ফ্রি জাভা এবং এন্ড্রয়েড ডেভেলপমেন্ট কোর্স টি শুরু করতে চাচ্ছি ।

আপনি বুজতে পারছেন না কিভাবে শুরু করবেন তাহলে আমাদের এই লিংকটি থেকে ঘুরে আসুন সব ক্লিয়ার হয়ে যাবে ।

প্রথম ভিডিও আমাদের প্রথম ভিডিওটি হল আমাদের JAVA introducation এ খানে মূলত আমরা আলোচনা করবো JAVA কি ? JAVA শিখে আমরা কি করতে পারবো ? বা JAVA শিখতে হলে আমাদের কি আগে থেকে কিছু জানা থাকা লাগবে কি না ? বা JAVA শিখতে হলে কি আমাদের Math এ ভাল থাকা লাগবে ? উত্তর না । আমি আবারো বলছি আমরা সব শুরু থেকে করবো এখানে , আগে থেকে যাদের ধারনা আছে তাদের জন্য ভাল, না জানা থাকলে ও সমস্যা নেই । আমরা সব কিছু একে বারে শুরু থেকে করবো যারা কোন দিন ১ লাইন code ও লিখেন নি তারা ও সাথে থাকতে পারেন মূলত কথা হচ্ছে এটা সবার জন্য । এখন আসেন আমরা যেনে নেই এই course থেকে আমরা কি কি মূলত শিখবো ??? তার আগে java সম্পর্কে কিছু জানা দরকার , প্রথমে যে প্রশ্নটা মাথায় আসতে পারে তা হল এত programing laguage থাকতে java কেন ? java ১৯৯৫ সালে James Gosling নামে এক ভদ্রলোক বানিয়েছেন । যদি ও জাভা প্রথম version release করা হয January 23, 1996় । এবং java মূলত প্রথমে বানানো হয়েছিল setTop boxএর জন্য (যারা জানেন না তাদের জন্য বলে রাখা দরকার setTop box হচ্ছে ডিশের লাইন দিয়ে TV দেখার যন্ত্র যা আমাদের দেশে না থাকলে ও ভারতে দেখতে পাই আমরা যেমন Tata sky,Dish, ইত্যাদি ) কিন্তু পরবর্তীতে java এতটাই ব্যাপকতা পায় যে Google ২০০৮ সালে বাজারে ছাড়া তাদের Operating System Android জাভা দিয়ে তৈরী করে , ছাড়া ও Google তাদের অনেক কিছু java তে করা । Java দিয়ে যে শুধু Android App বানানো যায় এটা কিন্তু ভুল ধারনা Java দিয়ে যেমন Android App বানানো যায় তেমনি এই Java দিয়ে Fighter Plane এর Softwear ও বানানো যায় । Java দিয়ে এত কিছু যে করা যায় এবং সবার প্রিয় এর মূল কারন হচ্ছে Java libery অনেক বড় (Java libery কি এটা আমরা এটা আস্তে আস্তে শিখবো) এবার আলোচনা করা যাক আমরা এখান থেকে কি কি শিখবো ??? আমরা Object Orieted Programing শিখবো এবং Java একটি Object Orieted Programing laguage এখন প্রশ্ন আসতে পারে আমরা কেন Object Orieted Programing laguage শিখবো ? Object Orieted Programing laguage এর সুবিধা হল এতে আমরা Object বানিয়ে বানিয়ে কাজ করতে পারবো যাতে বড় বড় project এ আমাদের সমস্যা না হয় । (Object কি তা আমরা সামনে শিখবো )লিখাটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না । আপনি প্রোগ্রামটি করে আমাদের গ্রুপে সাবমিট করুন সম্মানিত এডমিন রা রিভিউ করবে আপনার কোড । আর এখনো আমাদের  Android Marketers Of Bangladesh গ্রুপে জয়েন না করে থাকলে এখনি জয়েন করুন ।

আমার সাথে ফেসবুকে কানেক্ট থাকুন – আমার ফেসবুক  প্রোফাইল  
Arif Hossain
 

Click Here to Leave a Comment Below 7 comments
Review Draft - May 17, 2018

এমন একটি কোর্স চালু করার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রোগ্রামিংয়ে যারা নতুন তাদের অনেক কাজে লাগবে।

Reply
Arif - May 17, 2018

আশা করি সবার সাথে থেকে শিখতে পারব ধন্যবাদ ভাইয়া কোর্স টা চালু করার জন্য 🙂

Reply
Saddam sarker - May 17, 2018

Thanks Sir, This is very Helpful for us

Reply
Mahfuz - May 19, 2018

amn akta course suru korar jonno apnk osonkho DHONNOBAD

Reply
Habib - May 21, 2018

Good initiative.
Many many thanks for taking this steps. Continue till the last day.

MAY ALLAH REWARD YOU HERE AND HEREAFTER.
AMEEN

Reply
Sudeb Roy - August 2, 2018

Vai eai video ta full screeen ase ni. next video gulu full screen na ele code bujhte hoyto problem hote pare.
eai bepar ta aktu dekheben vai.

anyways onek onek dhonnobad vai.
obosese opekkhar somapti holo amader.
May God bless you.

Reply
Sharif AHmed - September 12, 2018

Thank you so muc vaiya….for opening the course

Reply

Leave a Reply:

error: Content is protected !!