9

কাজ শুরু করার সিদ্ধান্ত নিন এবং ভাবুন কোন দিকে যাবেন

Android Marketers Of Bangladesh গ্রুপের পক্ষ থেকে সবাকে স্বাগতম জানাচ্ছি 
লম্বা সময় ধরে  অপেক্ষা করার জন্য ধন্যবাদ
বলেছিলাম ছোট একটা আপডেট দিবো তবে নিজের কাজের জন্য সময় দিতে পারছিলাম না বলে সরি । 
 
এবার আসি আসল কথায় সবাই উদগ্রীব হয়ে বসে আছেন কিভাবে শুরু করা যায়
এখন কথা হচ্ছে আমাদের গ্রুপের ৯৫% মানুশ মার্কেটার কিন্তু মার্কেটার আর ডেভেলপিং দুইটা দুই মেরুর কাজ ।
অনেকই ইউটিউব থেকে এখানে এসেছেন কিন্তু  কেউ চাইলে ইউটিউব থেকে ৭-১০ দিন এর ভিতর ইঙ্কাম জেনারেট শুরু করে দিতে পারে
আবার অনেকেই টিশার্ট মার্কেটিং থেকে এসেছেন ডিজাইন ভালো হলে মার্কেটিং স্ট্রেটিজি ঠিক থাকলে ৪৮-৭২ ঘণ্টার ভিতর সেল আনা সম্ভব ।
কিন্তু আমাদের এই জায়গাটা কঠিন আবার খুব কঠিনো না আবার খুব সহজো না মানে আপনার যদি ইচ্ছা থাকে তাহলে অসম্ভব কিছুই না আমরা সবাই মানুশ এলিয়েন না চাইলে সবই সম্ভব ।
কিন্তু সমস্যা হচ্ছে আমদের একটা ভদঅভ্যাস হচ্ছে আজকে ইউটিউব কালকে এমাজন পরশু CPA তরশু টিশার্ট বিজনেস ভাই মুভিং করা খারাপ না কিন্তু যেটা শুরু করেছেন সেটার শেষ দেখে ছাড়ুন হয় একদম ফুল সাক্সেস হন না হলে বেরথতার শেষ দেখুন এর পর ফাইন্ড আঊট করুন কেন আপনি সফল হলেন না কোন যায়গায় ত্রুটি ছিল এরপর আপনি মুভ করুন ।
কিন্তু একটা শেষ না করে তমুক এত হাজার ইঙ্কাম করে বরলুক হইয়া জাইতাসে আমারও বড় লুক হইতে হবে বা তমুকের স্ক্রিনশট দেখে পাগলা হইয়া নিজে যেটা শিখতেসিলেন সেটা বাদ দিয়ে তমুকের মত বড় লোক হইতে গেলে আম ছালা দুইটাই হারাতে হবে ।
তাই আগে সিদ্ধান্ত নিন এখন যেখানে কাজ করছেন সেটাই করবেন  না এখানে ইন করবেন কেন এখানে ইন করতে চান বা কেন আগেরটা বাদ দিতে চান সেটা নিয়ে একটু ভাবুন তারপর সিদ্ধান্ত নিন ।
আমি আপনাকে এখানে আসার জন্য ডিমটিভেটেড করছি না কিন্তু আপনাকে বাস্তবতা উপলব্দি করার জন্য বলছি কোনটা আপনার জন্য সঠিক হবে  সেটা ভাবুন আমি আপনাকে সাগরের মাজখানে ছেড়ে দিতে চাই না বা দিবা সপ্ন দেখাতে চাই না ।
এবার আসি যদি আপনি এখানে আসেন আমি কি করবো আপনি যদি আমাকে গত পাচ-ছয় বছর ধরে চিনেন বা আমাদের কমিউনিটি তে আপনার পরিচিত কেউ আমাকে চিনে তাদের কে জিজ্ঞেস করবেন মানুশকে আমি কিভাবে হেল্প করেছি বা স্টিল করছি ।
আমি সো কল্ড গুরুদের মত হাজার হাজার টাকায় টিউটোরিয়াল বানিয়ে কারো সাথে প্রতারনা করিনি বা সিক্রেট গ্রুপের নামে কারো টাকা মেরে দেয়ার মত থার্ড ক্লাস কাজ করিনি ।
ফ্রিতে অনেক রিসোর্স তৈরি করেছি গ্রুপ মেসেঞ্জার ফিজিক্যাল যেভাবে সম্ভব হেল্প করেছি যার মাধ্যমে অনেক তরুন হাজার হাজার ডলার আয় করছে ।
প্রশ্ন আসতে আমার লাভ কি আমার লাভ হোলো আপনি আপনার পরিবারকে ব্যাকআপ দিচ্ছেন বাংলাদেশের রেমিটেন্সে অবদান রাখছেন আমার জন্য দুয়া করছেন এটাই কম কিসের ।
এন্ড্রয়েড এই সেক্টর টায় আমার মনে হয় আমরা সেভাবে এন্ট্রি দিতে পারছি না
আমাদের নিজেদের এপ্স তৈরি হচ্ছে না আবার যারা স্কিল্ড হচ্ছে তারা লোকাল বা ইন্টারন্যাশনালি জব করছে কিন্তু আমাদের ত্রিশ দিনে এটা করা বা কিভাবে করতে হয় এই ধরনের এপ্স ছাড়া সেভাবে ভালো এপ্স আসছে না একবারে যে আসছে না তা কিন্তু না তবে খুব কম আমি চাই এই গ্রুপের মাধ্যমে কিছু স্কিল্ড পিপল বানাতে পারি  যারা ভালো কিছু এপ বানিয়ে গুগুল প্লে স্টোরে ফিচার হবে ।
কেউ যদি ভাবেন আমি সব জান্তা শমসের বা এই টাইপ কিছু আসলে ভুল আমি হয়ত এক-দুইজন কে রেডি করবো তারা অন্যদের হেল্প করবে এভাবে আমরা আগাবো । 
আমি হয়ত আপনাকে হাতে ধরে শিখাতে পারবো না কিন্তু এই গ্রুপের  মাধ্যমে একটা সঠিক গাইডলাইন দেয়ার চেষ্টা করবো ।
তাই সঠিক সিদ্ধান্ত নিন আপনি কি করবেন কমেন্টে আপনার মতামত জানান এর পর আশা করি আমি মেগা পোস্ট দিবো ।
পরিশেষে বলবো যেটাই করুন কাল নয় আজ থেকে শুরু করুন শুদু টিউটোরিয়াল দেখে জীবন শেষ না করে কাজে নেমে পড়ুন সফলতা আপনার জন্য অপেক্ষা করছে ।
বিঃদ্রঃ যেসব ভাই ব্রাদার ভাবছেন আরিফ টিউটোরিয়াল বিক্রি করবে তাদের বলবো ভাই ইনফিনিটি ওয়ার হল প্রিন্ট দেখে ঘুমিয়ে পড়ুন রাত অনেক হয়েছে আলহামদুলিল্লাহ্‌ যা আয় করি চলে যায় টিউটোরিয়াল বেচার দরকার নেই আমার কাছে সম্মান টাই বড় ।
* বাংলা খুব কম লিখি তাই লেখার ভুল গুলোর জন্য ক্ষমাপার্থী ।
লিখাটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আর এখনো আমাদের  Android Marketers Of Bangladesh গ্রুপে জয়েন না করে থাকলে এখনি জয়েন করুন ।
আমার সাথে ফেসবুকে কানেক্ট থাকুন – আমার ফেসবুক  প্রোফাইল  
Arif Hossain
 

Click Here to Leave a Comment Below 9 comments
Md. A. M. Obaidul Islam Shohag - May 6, 2018

অসাধারণ লিখছেন ভাই। ধন্যবাদ এত সুন্দর করে উপস্থাপন করার জন্য।

Reply
Ahnaf - May 6, 2018

অলরেডি এপস ডেভেলপমেন্ট নিয়ে আছি, কিন্তু যতই কাজ করছি, ইনকাম করছি, নিজেকে কাঁচাই মনে হচ্ছে।
কাজের প্রতিটা ধাপে মনে হচ্ছে নতুন কিছু শিখছি বা এখনো অনেক কিছু শেখা বাকি।

আপনার গ্রুপটা থেকে কতটুক শিখতে পারবো জানিনা, তবে প্রতিটা পোস্ট অত্যন্ত গুরুত্বের সহিত নিব।
কারন কোনো পরামর্শ, উপদেশ, আমার কাছে ছোট মনে হয়না। ☺

Reply
শাওন - May 6, 2018

সুন্দর ও সহজভাবেই লিখেছেন, ইনশাআল্লাহ সফল হতে হলে গোল সেট করা হলো প্রথম কাজ
আপনি গাইডলাইন দিলে সফল হওয়া সহজ হয়ে যাবে
দোয়া করি যেন খুব তারাতারি শুরু করতে পারেন

Reply
Taslima - May 7, 2018

থ্যাংক ইউ ভাইয়া , আপনার লিখা পড়ে ভালো লাগলো। আশা করি টার্গেট ভার্সেস এচিভমেন্ট ভালো হবে।

Reply
Md rimon - May 7, 2018

Thanks vay onak valo likcan onak help holo

Reply
Mahfuz - May 19, 2018

vai apnr kotha gulo ke onk valobasi.
akhane aseci and aitar ses ami dekhte chai.

Reply
Shamim - May 24, 2018

ami one age thekei chestha chalacchi vai.

Reply
আজিজুর রহমান আসিফ - May 25, 2018

জাম্পিং করা বাদ দিতে হবে 🙁

Reply
Abdus Sobahan - May 27, 2018

Actually , I am very happy after reading your guideline. I want to work with and learn from you if you help me, I will be very grateful to you. Thanks

Reply

Leave a Reply:

error: Content is protected !!