এন্ড্রয়েড ডেভেলপমেন্ট শেখার আগে এই সফটওয়্যার গুলো ডাউনলোড করে নিন

Android Marketers Of Bangladesh গ্রুপের পক্ষ থেকে সবাকে স্বাগতম জানাচ্ছি 

আপনারা অনেকেই জানেন আমরা আমাদের গ্রুপ থেকে ফ্রি জাভা এবং এন্ড্রয়েড ডেভেলপমেন্ট কোর্স টি শুরু করতে চাচ্ছি ।

 

এই কোর্স শুরু করার আগে কিছু সফটওয়্যার প্রয়োজন হবে আপনারা এই পোস্ট থেকে লিংক গুলো ডাউনলোড করে নিন ।

JDK

মূলত জাভা সেখার ক্ষেত্রে এই সফটওয়্যার টি ইউস হয় এছাড়াও অনেক কাজে এই সফটওয়্যার টি ব্যাবহার হয়ে থাকে ।

সফটওয়্যার টি একদম ফ্রি অনেকগুলো ভার্সন আছে আপনি লেটেস্ট ভার্সন টি নামিয়ে নিতে পারেন

 

ডাউনলোড করুন – এখান থেকে 

Eclipse

 

এর সাহায্যে আপনারা  জাভা প্রোগ্রাম রান করাতে পারবেন । জাভা প্রোগ্রাম রান করার জন্য আপনাকে JDK ইন্সটল করে নিতে হবে।

সফটওয়্যার টি একদম ফ্রি ইন্সটল করতে একটু সময় লাগতে পারে যদিও সেটা নির্ভর করে আপনার পিসি কনফিগারের উপর ।

 

ডাউনলোড করুন – এখান থেকে 

 

Android Studio

 

অ্যান্ড্রোয়েডের অফিশিয়াল IDE হচ্ছে অ্যান্ড্রোয়েড স্টুডিও।  যার মধ্যেমে এন্ড্রোয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করার জন্য সব টুল আছে   । এন্ড্রোয়েড অ্যাপ ডেভেলপ করার জন্য আগে আমাদের Android Studio  ডাউনলোড করে নিতে হবে।

Android Studio  ডাউনলোড করার আগে জাভা ডাউনলোড করে নিন । Android Studio  থেকে আমরা এন্ড্রয়েড প্রজেক্ট তৈরি করতে পারবো ।

ডাউনলোড করুন – এখান থেকে 

 

লিখাটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আর এখনো আমাদের  Android Marketers Of Bangladesh গ্রুপে জয়েন না করে থাকলে এখনি জয়েন করুন ।
আমার সাথে ফেসবুকে কানেক্ট থাকুন – আমার ফেসবুক  প্রোফাইল  

 

Arif Hossain
 

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!