এন্ড্রয়েড ডেভেলপমেন্ট শেখার আগে এই সফটওয়্যার গুলো ডাউনলোড করে নিন
আপনারা অনেকেই জানেন আমরা আমাদের গ্রুপ থেকে ফ্রি জাভা এবং এন্ড্রয়েড ডেভেলপমেন্ট কোর্স টি শুরু করতে চাচ্ছি ।
এই কোর্স শুরু করার আগে কিছু সফটওয়্যার প্রয়োজন হবে আপনারা এই পোস্ট থেকে লিংক গুলো ডাউনলোড করে নিন ।
JDK
মূলত জাভা সেখার ক্ষেত্রে এই সফটওয়্যার টি ইউস হয় এছাড়াও অনেক কাজে এই সফটওয়্যার টি ব্যাবহার হয়ে থাকে ।
সফটওয়্যার টি একদম ফ্রি অনেকগুলো ভার্সন আছে আপনি লেটেস্ট ভার্সন টি নামিয়ে নিতে পারেন
ডাউনলোড করুন – এখান থেকে
Eclipse
এর সাহায্যে আপনারা জাভা প্রোগ্রাম রান করাতে পারবেন । জাভা প্রোগ্রাম রান করার জন্য আপনাকে JDK ইন্সটল করে নিতে হবে।
সফটওয়্যার টি একদম ফ্রি ইন্সটল করতে একটু সময় লাগতে পারে যদিও সেটা নির্ভর করে আপনার পিসি কনফিগারের উপর ।
ডাউনলোড করুন – এখান থেকে
Android Studio
অ্যান্ড্রোয়েডের অফিশিয়াল IDE হচ্ছে অ্যান্ড্রোয়েড স্টুডিও। যার মধ্যেমে এন্ড্রোয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করার জন্য সব টুল আছে । এন্ড্রোয়েড অ্যাপ ডেভেলপ করার জন্য আগে আমাদের Android Studio ডাউনলোড করে নিতে হবে।
Android Studio ডাউনলোড করার আগে জাভা ডাউনলোড করে নিন । Android Studio থেকে আমরা এন্ড্রয়েড প্রজেক্ট তৈরি করতে পারবো ।
ডাউনলোড করুন – এখান থেকে