6

ইউটিউব কি স্লাইড ভিডিও বন্ধ করে দিচ্ছে না আপনি বন্ধ করে দিচ্ছেন ?

অনেকগুলো ইনবক্স পাচ্ছি ইউটিউবের ভিডিও এডিটর নিয়ে তাই মনে হলো এটা নিয়ে একটু লেখা দরকার ।
গতকাল থেকে একটা নিউজ হচ্ছে ইউটিউব তার ভিডিও এডিটর এবং স্লাইডশো অফ করে দিচ্চে ২০ সেপ্টেম্বার থেকে । এই নিউজ দেখার পর সবার মাথা গরম তাহলে কি স্লাইড শো দিয়ে আর কাজ করতে পারবো না ।
আসলে আমার মনে হয় এখানে আমাদের বুজতে পারার একটা ভুল আছে , এখানে ইউটিউব কোথাও বলে নি আপনারা কেউ স্লাইড ভিডিও বানাতে পারবেন না । ইউটিউব মূলত তার সার্ভিস নিয়ে কথা বলছে , মানে এই সার্ভিস টা তারা আর রাখবে না
এর বদলে অন্য কিছু থাকবে । আসল কথা হচ্ছে এখন অনেক পেইড টুল বের হচ্ছে যার মাধ্যমে খুব সহজেই দারুন দারুন সব ভিডিও বানানো যাচ্ছে ,যার কারনে মানুশ আর ইউটিউবের ফ্রি টুলস গুলো আর ইউজ করছে না ।আমি যদি আপনাকে প্রশ্ন করি ,আপনি লাস্ট কবে ইউটিউবের এডিটর টি ব্যাবহার করছেন আমার মনে হয় ৮০% বলবে তাদের খেয়াল নেই । কারন এটা আস্তে আস্তে ডেড হয়ে যাচ্ছে আর গুগোল সবসময় নিজেকে আপডেট রাখে ।

“We’ve seen limited usage of these features, so we’re retiring them to focus our efforts on building new tools and improving on other existing features. You’ll have two months to finalize any video projects before we turn off the features completely,” the company stated.

ইউটিউব প্রোডাক্ট ফোরাম থেকেও বলা হচ্ছে অনেক ফ্রি এবং পেইড টুল আছে সেগুলো ইউস করতে পারেন ।

 

There are also many free and paid third-party editing tools available if you’re looking for new editing software.

 

এবার আসি স্লাইড শো নিয়ে
কয়েকদিন পর পর দেখা যায় এক ধরনের কথা উঠে স্লাইড শো এর দিন শেষ । আমার মনে হয় যারা এসব বলে তারা স্লাইড শো এর সংজ্ঞা টা ঠিক মত বুজেনা । মার্কেট প্লেসে প্রচুর ডাটা এন্ট্রির কাজ পাওয়া যায় তার মানে  এই না যে সব ডাটা এন্ট্রি হলো কপি করে এক্সেলে পেস্ট করা।

অনেক ডাটা এন্ট্রি আছে যেগুলো খুবি এডভান্স লেভেলের এবং অনেক হাই রেটের। ঠিক তেমনি স্লাইড ভিডিও মানেই কয়েকটা ছবি টেনে এনে ইনপুট করে দিলেন আর আউটপুট হিসেবে ভিডিও বের করে নিতে হবে। সেই দিন শেষ এখন মানুশ আপডেট মানুশ ডিপ্রেন্ট কিছু চায়
আপনাকে স্লাইড ভিডিও টা এমন ভাবে বানাতে হবে যেন একবারের জন্য মনে না হয় সে স্টিল ইমেজ দিচ্চে মানে তাকে কয়েক সেকেন্ডের জন্য অন্য যায়গায় নিয়ে যেতে হবে ।

স্ক্রিনশটে দেখুন একটি নরমাল স্লাইড শো ভিউ আর লাইক কি পরিমান আছে ,এরকম লাখ লাখ ভিডিও আপলোড হচ্ছে আর আপনি পরে আছেন স্লাইড শো বন্ধ হয়ে যাবে এটা নিয়ে ।

কি ধরনের স্লাইড শো বানালে ভালো হবে সেটা নিয়ে আরেকদিন আরেকটা পোস্টে বলার চেষ্টা করবো ।

আসলে আমাদের সমস্যা আমরাই ।অমুক কি বলল তমুক কি বলল সেটা নিয়ে পরে আছি নিজেদের মাথা খাটাতে চাই না । আশা করি এই পোস্টের পর স্লাইড নিয়ে আপনাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ,এরপরেও যদি কোন প্রশ্ন থাকে আমাকে জানাবেন ক্লিয়ার করার চেষ্টা করবো ।

আমার সাথে যোগাযোগের ঠিকানা 

Facebook

YouTube

Instagram

 

Related Posts
No related posts for this content
Arif Hossain
 

Click Here to Leave a Comment Below 6 comments
নামটা বলতে চাচ্ছি না। - July 23, 2017

ইউটিউব রিলেটেড ১৫-২০টা গ্রুপের মেম্বার ছিলাম। যেদিন থেকে আমার চ্যানেল সাসপেন্ড হয়ে যায়, তারপর আরো মাস দুয়েক সব গ্রুপের সাথেই যুক্ত ছিলাম। কিন্তু একটা ব্যাপার খেয়াল করলাম, অনেক ভালো গ্রুপের কিছু সীমাবদ্ধ বুদ্ধির এডমিনরাও অনেক মিস ইনফরমেশন দিচ্ছেন, আতংক ছড়াচ্ছেন। (নাম বললাম না) খেয়াল করলাম আমি আস্তে আস্তে নেগেটিভ হয়ে যাচ্ছি। কারনঃ নানা মুনীর নানা মত।তারপর থেকে সব দেশি গ্রুপ থেকে লিভ নিয়ে শুধুমাত্র বিদেশী গ্রুপগুলোর সাথে যুক্ত থাকলাম। কারন দেশি গ্রুপে নানাজন নানা মত দেন, আর বিদেশী গ্রুপে কেউ কোন ইনফরমেশন দিলে সরাসরি গুগলের রেফারেন্স দিয়ে কথা বলে। যাইহোক, মাস কয়েক পরে চ্যানেল আপিল করে ফেরত আনলাম। আজ আমার চ্যানেল বাংলাদেশের টপ থ্রি স্লাইড শো চ্যানেল। একটা ভেরিফাইড, দুটা ভেরিফাইডের কাছাকাছি।

আমার কথায় কেউ মনে কষ্ট নেবেন না। আমি যেটা লক্ষ্য করেছি, বাংলাদেশের নতুন যারা ইউটিউবে কাজ করতে আসেন অথবা দীর্ঘ ধরে সফলতা পাচ্ছেন না, তাদের সমস্যা একটাই তারা ভালো করছে এমন চ্যানেলে গিয়ে গালাগালি করেন, তাদের সফলতা সহ্য করতে পারেন না। শুধু একটা কথাই বলতে চাই, আপনি যে সময়টুকু অন্যের চ্যানেলে গিয়ে গালাগালিতে ব্যায় করছেন সে সময়টুকুতেও যদি ২/১টা ভিডিও করে মার্কেটিং করতেন, তাহলে আপনার চ্যানেল দাড়িয়ে যেত। ধন্যবাদ।

Reply
    Arif Hossain - July 24, 2017

    আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ
    আসলে আমাদের এই ধরনের এটিচুড পরিহার করা উচিৎ

    Reply
myandroidbd.com - July 23, 2017

Informative Post.thanks bro

Reply
রেজাউল করিম - July 23, 2017

আরিফ ভাই,
সালাম নিবেন। ভাইয়া,ইউটিউবে এমন অনেক স্লাইড শোর চ্যানেল দেখেছি যারা lifeheck .org/ wikihow/ buzzfeed ইত্যাদির মত সাইডের সম্পূর্ণ আর্টিকেলটি স্লাইডে দিয়ে দিচ্ছে। তাদের ভিউ এবং পপুলারিটিও যথেষ্ঠ ভালো।

ভাইয়া, আমিও এভাবে স্লাইড+টেক্সট নিয়ে কাজ করতে চাচ্ছি। আমি ভিডিওতে সোর্স হিসেবে তাদের সাইটের নাম উল্লেখ করব + ডেসক্রিপশনেও তাদের লিংক দিব।

আমার প্রশ্ন হচ্ছে, এভাবে কাজ করা কতটুকু যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন + কপিরাইটের ক্ষেত্রে কোন সমস্যা আছে কি এক্ষেত্রে???

আশা করি উত্তর পাব

Reply
    Arif Hossain - July 24, 2017

    করতে পারবেন তবে একটু স্পিন করে নিয়েন

    Reply
Learning Code - July 23, 2017

Excellent Explanation . Really Love it. Thank you and we want more updates about youtube.

Love you

Reply

Leave a Reply:

error: Content is protected !!