ফেসবুক আইডি নিরাপদ রাখবেন যেভাবে

নানা কারনে আমরা সবাই কম বেশি ফেসবুক ইউস করি । কেউ হয়ত বিজনেসের কাজে বা পড়াশুনার কাজে বা অনেকে সময় কাটানোর জন্য ইউস করে থাকি । কিন্তু অনেক সময় নানা কারনেই স্পেমার বা হ্যাকার এর চোখ আপনার একাউন্ট এর উপর পড়তে পারে তাই আমি আজকে কিভাবে আপনার আইডি নিরাপদ রাখতে পারেন সেজন্য কিছু টিপস শেয়ার করছি ।

 

১. আপনি আপনার রিয়েল মানে আপনার ভোটার আইডি কার্ডে যেই নাম আছে তা ইউস করেন কারন ফেসবুক যেকোন সময় আপনার কাছে আইডি কার্ড চাইতে পারে তখন ইনপরমেশন না মিললে সমস্যায় পড়বেন ।অনেকেই আছে এতো সব হিজিবিজি নাম ইউস করে তিনি পুরুশ না মহিলা বা তৃতীয় লিঙ্গ তাও বুজার উপায় নাই তাই এধরনের নাম দেয়া থেকে বিরত থাকুন ।

২.আপনার জন্ম তারিখ  হাইড করে রাখুন কারন, এসব ক্ষেত্রে জন্ম তারিখ খুব ইম্পরট্যান্ট সিকুরিটি ভাঙার জন্য তাই শুধু জন্ম তারিখ যেসব পার্সোনাল ডাটা দেখানোর প্রয়োজন নেই সেগুলো হাইড করে রাখুন ।

৩. শক্তিশালী পাসওয়ার্ড দিন । অনেকেই আছে নরমাল একটা পাসওয়ার্ড দিয়ে রাখেন যেমনঃ মফিয১২৩৪ হ্যাকার বা স্পেমাররা এধরনের পাসওয়ার্ড গুলো দিয়ে ট্রাই করে বেশি। তাই এধরনের পাসওয়ার্ড না দিয়ে Mofiz1234$$# এধরনের পাসওয়ার্ড দিন ।পাসওয়ার্ডের মোট অক্ষর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। কমপক্ষে ৬ সংখ্যার পাসওয়ার্ড দিতে হলেও চেষ্টা করুন যাতে মিনিমাম ১০-১৫ অঙ্কবিশিষ্ট হয়। আর পাসওয়ার্ডকে যাতে ভুলে না যান সেজন্য অন্য কোথাও সংরক্ষণ করুন।

৪. আজেবাজে এপ ইন্সটল করবেন না । আমরা অনেকেই জানি না আমরা কি ধরনের এপ্স ইউস করছি বা এই এপ্স কি ধরনের ডাটা আমাদের কাছ থেকে নিচ্ছে কারন এপ ইন্সটল করার সাথে সাথে আপনার অনেক ডাটা তাদের কাছে চলে যাবে তাই এব্যাপারে সতর্ক থাকুন । আপনি যদি কোন এপ্স ইউস না করতে চান তাহলে এটি নিষ্ক্রিয় বা ওই অ্যাপ্লিকেশন মুছে ফেলাটাই সবচেয়ে ভালো কাজ ।

৫. অচেনা বা না বুজেই কোন লিংকে ক্লিক করবেন না অনেক সময় কিছু সাইট বলে আপনি এতো টাকা জিতেছেন বা অনেক সময় দেখা যায় হুবুহু ফেসবুকের মত কোন লিংক আপনি ক্লিক করবেন সাথে সাথে সব ডাটা তারা হাতিয়ে নিবে তাই এব্যাপারে সতর্ক থাকুন ।ইদানীং সবচেয়ে বেশি হ্যাক করা হয় ই-মেইলের মাধ্যমে, তাই ই-মেইল অ্যাড্রেসের কোনো লিঙ্কে যদি ব্যক্তিগত তথ্য চায়, তাহলে ভুলেও সেখানে কিছু দেবেন না, আর ফেসবুকের হ্যাক কিন্তু ই-মেইল দিয়েই করা যায়। তাই আপনার ই-মেইল অ্যাড্রেসের পাসওয়ার্ডও অনেক স্ট্রং করবেন, না হলে তো বুঝতেই পারছেন!

৬. সেকেন্ডারি ইমেইল ইউস করুন কোন কারনে প্রাইমারি ইমেইল হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে আপনি সেকেন্ডারি ইমেইল দিয়ে আপনার ফেসবুক আইডি উদ্ধার করতে পারবেন ।

৭. Trusted contacts এড করুন এটার কারনে হ্যাকিং করা অনেক কঠিন হয়ে যায় ।

৮. সবসময় App Password দিয়ে রাখবেন! এটা সেট করে রাখলে  Password ভুলে গেলেও App Password এর মাধম্যে আইডিতে আবার ডুকতে পারবেন।

৯. আপনার সব ডাটা ব্যাকআপ রাখুন আপনার আইডি হ্যাক হলে বা ডিজেবল হয়ে গেলে ইম্পরট্যান্ট ডাটা আপনি ব্যাকআপ থেকে নিতে পারবেন । একাউন্ট সেটিং থেকে ব্যাকআপ ডাটা ডাউনলোড করে নিন।

১০. খুব প্রয়োজন না হলে অযথা অতিরিক্ত গ্রুপে জয়েন না হওয়াই ভালো । আর গ্রুপগুলো থেকে ম্যাসেজ এসে আপনার ইনবক্স ভর্তি হয়ে যেতে পারে প্রতিদিন।

 

এই রুলস গুলো মেনে চললে আশা করি হ্যাকিং থেকে মুক্তি পেতে পারেন। তবে প্রযুক্তির এই যুগে কোন কিছুই নিরাপদ না ।

Related Posts
No related posts for this content
Arif Hossain
 

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!