জাভা মাস্টার কোর্স : পর্ব -৩

Android Marketers Of Bangladesh গ্রুপের পক্ষ থেকে সবাকে স্বাগতম জানাচ্ছি 

আপনারা অনেকেই জানেন আমরা আমাদের গ্রুপ থেকে ফ্রি জাভা এবং এন্ড্রয়েড ডেভেলপমেন্ট কোর্স টি শুরু করেছি  ।

আপনি আমাদের প্রথম পর্বটি মিস করে থাকলে এখান থেকে দেখে নিতে পারেন

আজকে আমাদের ৩য় Tutorial এবং আজকে আমরা আমাদের তৃতীয়  Tutorial টা দিচ্ছি

 

আজকে আমরা শিখবো basic operator কি ? জাভাতে operator মানে হচ্ছে আমাদের কাজ করতে গেলে জাভাকে দিয়ে অনেক সময় যোগ বিয়োগ গুন ভাগ করাতে হয় এই যোগ বিয়োগ গুন ভাগ করা কেই জাভাতে operator বলে বিস্তারিত আমরা ভিডিও তে দেখবো আজকে আমরা সব না শিখলে ও আজকে আমরা এই সব ব্যাপার এ ধারনা নিয়ে শিখবো,তারপর আমরা ধাপে ধাপে আমরা সব শিখবো আপনাদের আগামী (সময়) ভিতর নিজের লিখা Java code এ স্যাম্পল প্রোগ্রামটা পোস্ট করতে হবে group এ এবং দয়া করে কেউ copy-paste করবেন না নিজে শিখুন

লিখাটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না । আপনি প্রোগ্রামটি করে আমাদের গ্রুপে সাবমিট করুন সম্মানিত এডমিন রা রিভিউ করবে আপনার কোড । আর এখনো আমাদের  Android Marketers Of Bangladesh গ্রুপে জয়েন না করে থাকলে এখনি জয়েন করুন ।
আমার সাথে ফেসবুকে কানেক্ট থাকুন – আমার ফেসবুক  প্রোফাইল  
Arif Hossain
 

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!